ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে জার্মানির বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Advertisement
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী এবং দূতাবাসের মিনিস্টার এম. মুরশিদুল হক খান প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি ও দূতাবাসের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণই ছিল প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়ন, বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতি এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার মাধ্যমে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।’
Advertisement
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মিজানুর হক খান, নুর জাহান খান নুরি, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকি রুবেল প্রমুখ।
এমএইচআর/জেআইএম