দেশজুড়ে

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৬ মার্চ) বিকেলে অভিযুক্ত কামাল হোসেন (৪০) উপজেলার গোদনাইল ধনকুন্ডা উত্তর ক্যানেল পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

কামাল হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও ১৬ বছরের এক মেয়েকে নিয়ে ওই এলাকার আলমগীরের ভাড়া বাসায় বসবাস করতেন কামাল হোসেন। গত বুধবার (৩ মার্চ) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজের মেয়েকে ধর্ষণ করলে সে চিৎকার শুরু করে। এ সময় মেয়েকে ভয় দেখিয়ে ঘটনা কাউকে বললে খুন করার হুমকি দেয় কামাল।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (৪ মার্চ) পাশের আরেক ভাড়াটিয়া চিৎকারের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে তিনি ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি পুলিশকে জানালে শনিবার (৬ মার্চ) অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতার করে।

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ অভিযুক্ত কামাল হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

এস কে শাওন/আরএইচ/জিকেএস