এবার দেশের ক্রিকেটেও হানা দিলো করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে সফররত আয়ারল্যান্ড উলভস দলের পেসার রুহান প্রিটোরিয়াস। যে কারণে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার প্রথম একদিন ম্যাচটি পরিত্যক্ত করে দেয়া হয়েছে।
Advertisement
আজ (শুক্রবার) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ম্যাচটি। ম্যাচের প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খবর আসে, আয়ারল্যান্ডের একাদশে থাকা পেসার রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত।
যে কারণে জরুরি ভিত্তিতে স্থগিত করে দেয়া হয় ম্যাচ এবং প্রিটোরিয়াসকে দল থেকে আলাদা করে নেয়া হয়। আজ আবার দুই দলের বাকিদের করোনা পরীক্ষা করানো হবে। যদি সবার ফলাফল নেগেটিভ আসে, তাহলে দ্বিতীয় ওয়ানডে দিয়ে পুনরায় শুরু হবে সিরিজটি।
আজকের ম্যাচটি বাতিল হওয়ার আগে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড উলভস। ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রান করেছিল বাংলাদেশ। তখনই আসে প্রিটোরিয়াসের করোনা আক্রান্ত হওয়ার খবর, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় খেলা।
Advertisement
ত্রিশ বছর বয়সী ডানহাতি পেসার ম্যাচে ৪ ওভার বোলিং করেছেন, ১৪ রান খরচায় নিয়েছেন ইয়াসির রাব্বির উইকেট। কিন্তু ম্যাচটি শেষ করতে পারলেন না। তার করোনা আক্রান্ত হওয়ার খবরে স্থগিত হয়ে গেছে খেলা।
ম্যাচের স্কোর (বাতিল হওয়ার আগপর্যন্ত): বাংলাদেশ ইমার্জিং দল ১২২/৪ (৩০), সাইফ ৩১, তানজিদ ১০, জয় ০, রাব্বি ৪, হৃদয় ৪৪*, শামীম ২২*; অ্যাডায়ার ২/১৯, প্রিটোরিয়াস ১/১৪।
বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উলভসের বাকি ম্যাচগুলোর সূচি ২য় ওয়ানডে- ৭ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৩য় ওয়ানডে- ৯ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৪র্থ ওয়ানডে- ১২ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর৫ম ওয়ানডে- ১৪ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১ম টি-টোয়েন্টি- ১৭ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর২য় টি-টোয়েন্টি- ১৮ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
Advertisement
এসএএস/এমএস