যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার (৪ মার্চ) ৪০ হাজারের কম মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো দেশটিতে একদিনে নতুন সংক্রমণের সংখ্যা ৪০ হাজারের নিচে নামলো। খবর এএফপি’র।
Advertisement
খবরে বলা হয়, মহামারি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ৮ জানুয়ারি একদিনে সর্বোচ্চ প্রায় ৩ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন।
তবে থ্যাঙ্কগিভিং ডে ও ক্রিসমাসের আগের পর্যায় থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন আক্রান্তের সংখ্যা কমতে দেখা যাচ্ছে। ওই সময় ছুটিকে কেন্দ্র করে লোকজনের চলাফেরা এবং জমায়েত বেড়ে যাওয়ায় দেশটিতে ফের ভাইরাসের সংক্রমণ অনেক বৃদ্ধি পায়।
এক্ষেত্রে আরেকটি আশার খবর হচ্ছে যুক্তরাষ্ট্র টিকাদান কর্মসূচি জোরদার করায় কোভিড-১৯ রোগে প্রাত্যহিক মৃত্যুর এবং হাসপাতালে ভর্তির সংখ্যাও হ্রাস পাচ্ছে।
Advertisement
এমএইচআর/এমএস