অর্থনীতি

পণ্য বিক্রিতে অনিয়ম : ৭৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

সারাদেশে ভোজ্যতেল ও চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৭৫টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৪ মার্চ) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শুক্রবার সকালে অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ দিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক।

এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

Advertisement

এ সময় বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুত ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয় এবং ভোজ্যতেল ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়।

অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপি ও পরিমাপে কারচুপিসহ ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৭৫টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভোজ্যতেল, চাল ,আলু ও পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে এ অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীগদের প্রতি আহ্বান জানান তিনি।

ইএআর/এমএসএইচ/এমএস

Advertisement