রাত তখন সোয়া ৯টা। যুদ্ধাপরাধী ফাঁসির আসামি আলী আহসান মো. মুজাহিদের স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা একাধিক গাড়িতে করে শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে আসেন। একটি লাল রংয়ের গাড়িতে বসেছিলেন আলী আহসান মুজাহিদের স্বজনরা।এ সময় শশ্রুমণ্ডিত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ তার গাড়ির সামনে প্রতীকী ফাঁসির দড়ি ঝুলিয়ে রাজাকারের ফাঁসি হবে, জাতি অভিশাপমুক্ত হবে ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এ সময় নির্বাক ও অসহায় দৃষ্টিতে ফাঁসির দড়িটির তাকিয়ে থাকেন একজন বৃদ্ধ ও বৃদ্ধা।পুলিশি প্রহরায় তাদের শেষবারের মতো দেখা করাতে নিয়ে যায়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাসের আলোতে চারদিক আলোকিত হয়ে ওঠে।এর আগে, ঢাকা মেট্রো-ঘ ১১-৬৪৫৮ নম্বরের একটি সাদা জিপ গাড়িতে চড়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা দেখা করতে আসেন। শেষবারের মতো দেখা করতে এসে তাদের সকলের চেহারায় ছিল বিষন্নতার ছাপ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছবি তুলতে থাকলে কয়েক মিনিট তাদের গাড়িতেই অপেক্ষা করতে হয়। এ সময় তারা অসহায় দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকেন।এমইউ/বিএ
Advertisement