দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৪মার্চ) পর্যন্ত ৪৭ লাখ ৭০ হাজার ৯৫৩ জন নিবন্ধন করেছেন। এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ জন। টিকাগ্রহীতাদের মধ্যে ৮০৭ জনের শরীরে প্রতিক্রিয়া দেখা গেছে।
Advertisement
বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক লাখ ২১ হাজার ১০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৮০০ ও মহিলা ৪৮ হাজার ২১০ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন ২৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ১১ লাখ ১২ হাজার ৩৫ জন, ময়মনসিংহে এক লাখ ৫১ হাজার ৫৮৪ জন, চট্টগ্রামে সাত লাখ ৬৯ হাজার ১৫৩ জন, রাজশাহীতে তিন লাখ ৮৯হাজার ৩১৬ জন, রংপুরে তিন লাখ ২৭ হাজার ৩২৬ জন, খুলনায় চার লাখ ৫৫ হাজার ৩৯৭ জন, বরিশালে এক লাখ ৬৫ হাজার ১৮৯ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ১১ হাজার ১৬৯ জন করোনা টিকা নিয়েছেন।
Advertisement
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪২ হাজার ৬৪৪ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ৫৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২০ হাজার ৪০৪ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৬৭৫ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৫৯১ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৯১২ জন, বরিশাল বিভাগে চার হাজার ৪১৮ জন এবং সিলেট বিভাগে চার হাজার ৭৬৭ জন টিকা নিয়েছেন।
২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।
এমইউ/এএএইচ/জিকেএস
Advertisement