জাতীয়

সাক্ষাৎ শেষে কারাগার ছাড়লেন সাকার স্বজনরা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার ছেড়েছেন তার স্বজনরা। শনিবার রাত সাড়ে ৯টায় কারাগারে প্রবেশ করে এক ঘণ্টা অবস্থান করেন তারা। সাক্ষাৎ শেষে বের হয়ে সাকার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়টি পুরোপুরি ফালতু। আমার বাবা (সাকা চৌধুরী) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। প্রাণভিক্ষার এমন কাগজ এই সরকারের আমলে আরো বের হবে। বর্তমান সরকার তাকে (সাকা চৌধুরী) নির্বাচনে হারাতে না পেরে পরিকল্পিতভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছে বলেও মন্তব্য করেন হুম্মাম কাদের।  সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টায় সাকা চৌধুরীর পরিবারের ১৮ জন সদস্য কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারাগারে প্রবেশ করেন। কারাগারের ভেতরে প্রবেশকারীদের মধ্যে ছিলেন- সাকার স্ত্রী, দুই ছেলে, মেয়ে, মেয়ের জামাই, দুই ভাই, বোন, দুই ভাবী, বড় ছেলের বউ, শালিকা, ভাগ্নী, চাচী, শ্যালক, শ্যালকের স্ত্রী প্রমুখ।  এর আগে রাত সোয়া ৮টায় কারাকর্তৃপক্ষ শেষ সাক্ষাতের জন্য ফোনে সাকার পরিবারের সদস্যদের ডেকে পাঠালে ৩৫ জন সদস্য কারা ফটকে এসে উপস্থিত হন। দুইটি গাড়িযোগে তারা আসেন। কিন্তু কারাকর্তৃপক্ষ ৩৫ জনের মধ্য থেকে ওই ১৮ জনকে সাকার সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়ে কারাগারের ভেতরে পাঠান।এসএ/জেইউ/এঅার/এফএইচ/একে/আরআইপি

Advertisement