জাতীয়

রাতেই ফাঁসি কার্যকর হতে পারে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান জানিয়েছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় আজ রাতেই কার্যকর হতে পারে বলে তিনি শুনেছেন। শনিবার রাত ১০টার দিকে তিনি এ কথা বলেন।তিনি জানান, ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে পুরো মহানগরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এছাড়া রাতে ফাঁসি কার্যকর করা হলে কড়া নিরাপত্তায় তাদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছে দেয়া হবে জানান তিনি।সূত্র জানায়, সাকা-মুজাহিদ রাষ্ট্রপতি বরাবর প্রাণভিক্ষার আবেদন করলে তা আমলে না নিয়ে নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই সাকা-মুজাহিদের পরিবারকে শেষ সাক্ষাতের জন্য ডেকে পাঠায় কারাকর্তৃপক্ষ।জেইউ/এআর/জেডএইচ/আরআইপি

Advertisement