সিবগাতুর রহমান
Advertisement
ও মন মন রেতুই যে আমার কত আপনজন,জানে সারা বাংলাদেশেরপলাশ শিমুল বন।
তুই যে আমার কত আপনজনদেখি তোরে কৃষ্ণচূড়ার ডালে,রমণীর খোঁপায় দেখিআড়ালে আবডালে।
গোলাপ জবা হিজলের বনে,বৈশাখী মেলায় তোরেদেখি আনমনে।তোরে ছাড়া বাঁচে না তোআমার এই জীবন।
Advertisement
তুই যে আমার কত আপনজন,ও মন মন রেতুই যে আমার কত আপনজন।
ঝিলে বিলে শাপলা সারি সারি,মালতি মাধবী লতায়ভুলিতে কি পারি?বাগান বিলাস চম্পা ও করবী,ভালোবাসায় বাইন্ধা রাখিএই বুকে তোর ছবি।
যেই দিন আমায় ছাইড়া যাবিআসবে রে মরণ,তুই যে আমার কত আপনজন।ও মন মন রেতুই যে আমার কত আপনজন।
এসইউ/এএসএম
Advertisement