রাজনীতি

প্রেসক্লাবের সামনে যুবদলের সমাবেশ, সতর্ক অবস্থানে পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ও জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

Advertisement

সম্প্রতি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কর্মসূচিকে ঘিরে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা গেলেও আজ (বৃহস্পতিবার) যুবদলের কর্মসূচিতে পুলিশকে কিছুটা নমনীয় অবস্থানে দেখা গেছে।

এদিন বেলা ১১টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন।

এ কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাব ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement

সমাবেশে ইতোমধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত রয়েছেন।

কেএইচ/এসএস/এএসএম