বিনোদন

দিদির দলে ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে রাজ্যসভার ভোট ঘিরে রাজনৈতিক মঞ্চে ভিড় করছেন টলিউড তারকারা। কেউ যাচ্ছেন তৃণমূল কংগ্রেসে। তো পরদিনই আরেক তারকা যোগ দিচ্ছেন বিজেপিতে। যেন তারকাদের দলে ভিড়িয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যয়ের তৃণমূল কংগ্রেস ও অমিত শাহের বিজেপি।

Advertisement

সবশেষ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন রচনা ব্যানার্জি। মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করতে যে কোনো সময় তৃণমূলের দলীয় পতাকা নিজের হাতে তুলে নিতে পারেন ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা।

তৃণমূল কংগ্রেসের নেতাদের বরাত দিয়ে ভারতের সংবাদ প্রতিদিন এমন তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে দলে (তৃণমূল) যোগ দেয়া নিয়ে রচনা ব্যানার্জির সঙ্গে কথাবার্তা পাকা হয়েছে। এরপর থেকে জল্পনা চলছে কবে যোগ দিচ্ছেন রচনা। তবে যোগদানের আনুষ্ঠানিক তারিখ এখনও স্পষ্ট হয়নি।

রচনা ব্যানার্জি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তার ‘দিদি নম্বর ওয়ান’ শো দারুণ জনপ্রিয়। এবার সেই অভিনেত্রীকেই দেখা যেতে পারে রাজনীতির ময়দানে।

Advertisement

বহু কারণেই ‘মহাগুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছে বাংলার এবারের রাজ্যসভার ভোট। ভোট ঘিরে দলে যোগদান এবং দলবদলের পাল্লা চলছে কলকতার বড় ও ছোটপর্দার তারকাদের মধ্যে। কেউ নাম লেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসে কেউ যাচ্ছেন বিজেপিতে।

সবশেষ বুধবার (৩ মার্চ) দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যয়। এর একদিন আগেই জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপিতে যোগ দেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

তারকাদের মধ্যে এ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, দীপঙ্কর দে, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক। টেলিভিশন তারকাদের মধ্যে রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যও ঘাসফুল শিবিরে নিজেদের নাম লিখিয়েছেন।

বিজেপিতে ভিড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যয়, রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যয়, পায়েল সরকার। বিজেপি বলছে, আগামী দিনে আরও চমক অপেক্ষা করছে। পদ্মশিবিরে আরও তারকারা যোগ দেবেন।

Advertisement

এএএইচ/এএসএম