দেশজুড়ে

চট্টগ্রামে বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় কার্যকর সামনে রেখে  চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা নগরীসহ বিভিন্ন এলাকায় টহল দেয়া শুরু করেছেন।জানা গেছে, মোতায়েনকৃত বিজিবির মধ্যে নগরীতে ৬ প্লাটুন, রাউজানে ২ প্লাটুন,সীতাকুণ্ডে ২ প্লাটুন । এ ছাড়া  রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়েছে ২ প্লাটুনকে।২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এমারত হোসেন সাংবাদিকদের জানান, বুধবার ও বৃহস্পতিবার বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন।  শুক্রবার প্রত্যাহার করা হয়েছিল।  সদর দফতর থেকে নির্দেশ পেয়ে আজ (শনিবার) সন্ধ্যায় আবারো ১২ প্লাটুন সদস্য পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজিবি সদস্যরা নগরী এবং দুই উপজেলায় দায়িত্ব পালন করবেন বলে  জানান তিনি।এদিকে সাকার লাশ রাউজানে ঢুকতে না দেয়ার দাবিতে রাউজানের শর্তাঘাট ব্রিজ এলাকায় মানববন্ধন শেষে ব্যারিকেড দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় তারা শর্তাঘাট এলাকায় এ মানববন্ধন ও ব্যারিকেড দেয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।জীবন মুছা/জেডএইচ/আরআইপি

Advertisement