বিএনপি স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরছে দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য প্রকৃত ইতিহাস তুলে ধরা।’
Advertisement
বুধবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে গঠিত বিএনপি’র জাতীয় কমিটির উদ্যোগে ৩ মার্চ ১৯৭১ সালে ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘৩ মার্চে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। গতকাল পালন করেছি পতাকা উত্তোলন দিবস। সে সময়ে ডাকসুর ভিপি ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করেছিলেন। কেন এই দুটি দিন উদযাপন করছি?’
তিনি বলেন, ‘কারণ, আজকে যারা ছাত্র সমাজ তারা যাতে বুঝতে পারে যে সেদিন যদি পতাকা ছাত্র সমাজের পক্ষ থেকে তুলতে হয়, পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার শাহজাহান সিরাজকে পাঠ করতে হয়, সেদিন কী বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিলো না? এটা যাতে আজকে প্রজন্ম প্রশ্ন করতে পারে, সেদিন রাজনৈতিক দল কারা ছিল? তখনই তো আসবে সেদিন এমন একটি রাজনৈতিক দল ছিল তারা পূর্ব পাকিস্তানের ৯৮% ভোট পেয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তাদের কী দায়িত্ব ছিল? তাহলে কেন ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হয়েছিল?’
Advertisement
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালামের সঞ্চালনায় আলোচনা সভায় দলটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষকদলের কেন্দ্রীয় নেতা মো. মাইনুল ইসলাম, কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেত্রী আরিফা সুলতানা রুমাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএইচআর/এমএস
Advertisement