জাতীয়

টেকসই উন্নয়নের জন্য স্বাস্থ্য ও ভ্রমণ অত্যাবশ্যক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, টেকসই উন্নয়নের জন্য সুস্থ দেহ ও সুন্দর মন যেমন অত্যাবশ্যক তেমনি পৃথিবীর পথে নিরন্তর পরিভ্রমণের বিকল্প নেই। স্বাস্থ্যেজ্জ্বল ও প্রসন্ন মানুষ পৃথিবীর নানা প্রান্তের অভিজ্ঞতায় যে উন্নয়ন ভাবনা পরিকল্পনা করেন তা হয় টেকসই এবং অর্থবহ।শনিবার রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে ০৩ দিনব্যাপী ‘International Conference on Environmental and Occupational Saftey and Health `A New Era in EOSH in Bangladesh’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মন্ত্রী আরো বলেন, বৈশ্বিক উন্নয়নের প্রেক্ষাপটে পরিবেশ ও প্রতিবেশগত ঝুঁকি প্রকটতর হচ্ছে। বাংলাদেশের মত দ্রুত উন্নয়নগামী সমুদ্র উপক‚লবর্তী দেশের জন্য এ পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে এগিয়া চলা ও নাগরিকদের স্বাস্থ্যগত সক্ষমতা তৈরি একটি চ্যালেঞ্জ।তিনি আশা প্রকাশ করেন, কনফারেন্সে আগত বিশ্বের বিভিন্ন দেশের বিশেষঞ্জগণ এ সব বিবেচনায় একটি রূপরেখা প্রণয়ন করবেন।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বিউটিফুল বাংলাদেশর অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে দেশের ট্যুরিস্ট স্পটগুলো ভ্রমণ করতে অতিথিদের আহ্বান করেন।উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইন্টার পার্লামেন্টারি  ই¦উনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ঢাকা কমিউনিটি হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান।কনফারেন্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নানা শ্রেণি ও পেশার  তিন শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।আরএম/জেডএইচ/আরআইপি

Advertisement