দেশজুড়ে

নিখুঁতভাবে দেয়া হয়েছে সাত খুনের চার্জশিট

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতারের মধ্য দিয়েই পরিকল্পনাকারীকে ধরা হয়েছে ইঙ্গিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন বলেছেন, এ ঘটনায় ২১ আসামির মধ্যে ১০ জনের স্বীকারোক্তিতেই উঠে এসেছে কে পরিকল্পনাকারী। ইতোমধ্যে আমরা সাত খুনের ঘটনায় এক আলোচিত আসামিকে গ্রেফতার করেছি। কিন্তু তারপরেও পরিকল্পনাকারী নতুন করে খোঁজ হচ্ছে যা খুবই ইন্টারেস্টিং। শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  পুলিশ সুপার বলেন, `সাত খুনের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছিলো। ওই মামলায় দুইটি চার্জশিট দিলেও অভিযোগ মূলত একই। একটি আদালত গ্রহণ করেছে এবং মামলার বাদীও তদন্ত সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ দিয়েছেন। আরেকটি নারাজি দিয়েছেন অপর বাদী। তারা কি কারণে নারাজি দিয়েছেন তা আমার জানা নেই। তবে রাজনৈতিক বিষয় থাকলে সেটা তাদের মধ্যে থাকতে পারে। আমরা চমৎকার দুইটি চার্জশিট দিয়েছি। যার জন্য আদালত একটি চার্জশিট গ্রহণ করছে।` ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান, এএসপি শরফুদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রাজ্জাক, থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দর লুৎফর রহমান স্বপন, আলী আকবর মেম্বার প্রমুখ। শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement