বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ বাসভবন `ফিরোজায়` পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি বাসভবনে পৌঁছেন। এর আগে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার লন্ডন থেকে দেশে ফিরেন খালেদা জিয়া। সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে তাকে বহনকরী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দর থেকে খালেদা জিয়া গুলশানের নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন।খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে প্রধান সড়কে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ফজলুল হক মিলন, দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।এদিকে, খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে হাজারও নেতাকর্মী দুপুরের পর থেকেই বিমানবন্দরের সামনে অবস্থান নেয়। তবে প্রধান সড়কের সামনে পুলিশের কড়া অবস্থানের কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি।উল্লেখ্য, চিকিৎসা শেষে দুই মাসের অধিক সময় পর দেশে ফিরে আসায় নেতাকর্মীদের মাঝে স্বস্তির আমেজ লক্ষ্য করা গেছে।এমএম/একে/আরআইপি
Advertisement