মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজানের রোজা ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। বিশিষ্ট আরব জ্যোতির্বিদদের মতে পবিত্র রমজান মাস ১০০ দিনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ২০২১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজানের রোজা শুরু হবে বলে আশা করা হচ্ছে। খবর আমিরাতউইমেন ডটকম।
Advertisement
খবরে জানা যায়, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের ১২ এপ্রিল সন্ধ্যা ৬:৩০ এ চাঁদ দেখা হবে বলে আশা করা হচ্ছে।
View this post on InstagramA post shared by برق الإمارات (@uae_barq)
১২ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রমজান শুরু হবে পবিত্র রমজান। এক মাস সিয়াম সাধনার পর চাঁদ দেখা সাপেক্ষে পালিত হবে ঈদুল ফিতর। ২০২১ সালের ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে আশা প্রকাশ করেছে তারা। এ দিন বিশ্বজুড়ে মুসলমানরা ধর্মীয় উৎসব উদযাপন করবেন।
Advertisement
এ ছাড়াও টাইমঅ্যান্ডডেট ডটকমের তথ্য থেকেও জানা যায়, যে সংযুক্ত আরব আমিরাতে ১৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।
উল্লেখ্য, এর আগে ইন্দোনেশিয়া রমজানের রোজা শুরু তারিখ ঘোষণা করেছিল। এবার সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরাত। তবে রমজানের রোজা, ঈদ, কুরবানি- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।
এমএমএস/এমকেএইচ
Advertisement