এমপিওভুক্তির দাবিতে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশের ডাক দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার তারা এ ঘোষণা দেন। এমপিওভুক্তির দাবিতে ২৭ দিন ধরে অনশনসহ নানা কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেসক্লাবের সামনে। কর্মসূচি পালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মিলেনি। এ অবস্থায় রোববার শিক্ষক সমাবেশের ঘোষণা দিয়েছেন।নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এরশাদ আলী বলেন, এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। রোববার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ সফল করতে সারা দেশে সব নন-এমপিও শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি।এনএম/একে/আরআইপি
Advertisement