জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, শক্তি প্রয়োগ করে জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা দমন করা যায় না। পৃথিবীতে কেউ পারেনি। আপনিও (প্রধানমন্ত্রী) পারবেন না। তাই মুক্তিযুদ্ধের সকল শক্তি নিয়ে জনগণের ঐক্য গড়ে সংকট উত্তরণ করুন। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে জেলা জেএসডি`র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, আপনি মিছিল-মিটিং বন্ধ করে দিয়েছেন। স্বাধীনতা খর্ব করেছেন। মুখ বন্ধ করলে পেট ফেঁপে ফেটে যায়। জেলা জেএসডির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেএসডির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। তিনি বলেন, বর্তমান সরকার দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন। এটা করে জনগণের শাসনের পথকে রুদ্ধ করার ব্যবস্থা করেছেন। কারণ যিনি দলীয় প্রতীকে নির্বাচিত হবেন, তিনি দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেএসডির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এমএ গোফরান, প্রদেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ফকির শওকত, ইউপিআরের সমন্বয়ক অ্যাড. এমএম মান্নান, নড়াইল জেলা জেএসডির নেতা এইচএম সিরাজ, জেএসডির নেতা জহিরুল হাবিব উজ্জল, সৈয়দ বিপ্লব আজাদ, এসএম সামছুল আলম নিক্সন, আবু মুসা প্রমুখ। প্রথম অধিবেশন শেষে মুক্তিযোদ্ধা আবদুস সালামকে সভাপতি ও সৈয়দ বিপ্লব আজাদকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটি গঠনের ঘোষণা করা হয়।মিলন রহমান/এআরএ/আরআইপি
Advertisement