জাতীয়

করোনায় সুস্থতার হার ৯১ শতাংশ ছাড়াল

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৮৯৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ সময়ে সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ।

Advertisement

দেশের আটটি বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়ে উঠা ৮৯৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৭৫৬ জন, চট্টগ্রামে ১০৮ জন, রংপুরে চারজন, খুলনায় তিনজন, বরিশালে দুইজন, রাজশাহীতে ১৩ জন, সিলেটে সাতজন এবং ময়মনসিংহ বিভাগে একজন সুস্থ হন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম করোনা রোগী মারা যান। ২ মার্চ পর্যন্ত দেশে ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করে পাঁচ লাখ ৪৭ হাজার ৩১৬ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।

Advertisement

এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৪২৩ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এমইউ/জেডএইচ/এমকেএইচ

Advertisement