প্রবাস

মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে লকডাউন শিথিল

মালয়েশিয়ায় শিথিল হলো লকডাউন, তবে চলবে কন্ডিশনাল মুভমেন্ট। মহামারি সংক্রমণরোধে দেশটিতে চলছিল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)। শেষ হওয়ার কথা ৪ মার্চ। গত বছর ধরেই চলে আসছিল লকডাউন ও জরুরি অবস্থা।

Advertisement

অবশেষে তা শিথিল করা হয়েছে। লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (২ মার্চ) দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে বলেন, দুই সপ্তাহের জন্য চালু করা এই সিএমসিও বহাল থাকবে ৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত।

নতুন এ ঘোষণায় দেশটির বিভিন্ন প্রদেশ সেলাঙ্গর, কুয়ালালামপুর, জোহর, পেনাং, কেডাহ, ক্লান্তান, নেগরি সিম্বিলিয়ান, সারওয়াক ও পেরাক রাজ্যেও থাকবে সিএমসিও। এসব রাজ্যের ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের যে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

তবে দেশটির পিং সিটি পুত্রাযায়া প্রবেশে লাগবে পুলিশের অনুমতি। এদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীরা দেশটিতে ফিরতে পারবেন না বলে সরকার সাফ জানিয়ে দিয়েছে।

Advertisement

এমআরএম/এমকেএইচ