খেলাধুলা

বিপিএল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ : সাব্বির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর  শুরু হচ্ছে রোববার। এবারের আসরে জমজমাট লড়াই শুরুর আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দলের খেলোয়াড়রা। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান এবারের বিপিএলকে দেখছেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে।শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে সাব্বির বলেন, “বিপিএল অনেক বড় একটা আসর। এর পরেই এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমরা সে টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে এটা অনেকটা অনুশীলন ম্যাচের মতো হচ্ছে। সব খেলোয়াড়রা বিপিএল খেলে আত্মবিশ্বাসী থাকবে। এটাকে অনুশীলন ম্যাচ অথবা প্রস্তুতি ম্যাচ যে কনটাই বলতে পারেন”।বিপিএলে নিজেও ব্যক্তিগতভাবে পরিকল্পনা করেছেন সাব্বির। এই নিয়ে বলেন, “আমি নিজে কিছু পরিকল্পনা করেছি আশা করি তা কাজে লাগাবো। আমি হয়তো ৪/৫ এ খেলবো। শেষ পর্যন্ত খেলে যাবার চেষ্টা করবো। ম্যাচের শেষ পর্যন্ত দলকে সহযোগিতা করাই আমার মূল পরিকল্পনা।”এবারের বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলছেন সাব্বির। দলকে সেরা তালিকাতেই রাখছেন এই হার্ডহিটার। তবে কোন কারণে ব্যর্থ হলে সতির্থদের উপর দারুণ ভরসা আছে জানিয়ে বলেন, “আমাদের দলে অনেক মানসম্মত খেলোয়াড় আছে, রিয়াদ ভাই,  রনি তালুকদার আছে। আশা করি একজন খারাপ খেললে আরেকজন ধরে খেলবে। চেষ্টা করবো আমরা যারা দেশি খেলোয়াড় আছি তারা ভালো সাপোর্ট করার জন্য। বিদেশিরাও যারা থাকবে আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে।”উল্লেখ্য, রোববার চট্টগ্রাম ভাইকিংস এবং রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। তবে সোমবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে সাব্বিরের দল বরিশাল বুলস।আরটি/এএইচ/আরআইপি

Advertisement