সাহিত্য

ইকবাল পারভেজের কবিতা

পথ

Advertisement

অচেনা পথ চিনিয়ে দেয় জানাশোনা কেউহেঁটে দেয় নাদিকভ্রান্ত হেঁটেছি কতো গুগলবিহীনতীরচিহ্নিত পথে চলে যানবাহননির্দিষ্ট পথে মৌমাছিরা করে গমনাগমন

প্রেমের পথে চলে প্রেমিককারখানার পথে শ্রমিকঅন্যত্র পথ পড়ে থাকে পদহীন

অন্ধের জন্য পথ আছে হলুদ

Advertisement

কোথায় যাবো কার কাছে যাবো জানি নাঅপার হয়ে বসে আছিআমি এক লালন।

এসইউ/জিকেএস