জাতীয়

২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫১৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুজন।

Advertisement

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত সাতজনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব পাঁচজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৮ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।

Advertisement

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত ২১৬টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি।

এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৮৯৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার তিন দশমিক ৩৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক শূন্য ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

Advertisement

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ রোগে আক্রান্ত হয়ে ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট মৃত ৮ হাজার ৪২৩ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৩৬৮ (৭৫ দশমিক ৬০ শতাংশ) এবং নারী দুই হাজার ৫৫ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।

এমইউ/জেডএইচ/এএসএম