আফগানিস্তানের জাবুল প্রদেশে শনিবার ভোরের দিকে অজ্ঞাত বন্দুকধারীরা ১৪ বাসযাত্রীকে অপহরণ করেছে। অপহৃতরা হাজারা উপজাতির সংখ্যালঘু সম্প্রদায়ের বলে ধারণা করা হচ্ছে। জাবুল প্রদেশের পুলিশ প্রধান মিরওয়াইস নূরজাই এ তথ্য জানিয়েছেন। খবর আইবি টাইমস।১০ দিন আগে একই এলাকায় ওই সম্প্রদায়ের সাত জনকে খুন করে দুর্বৃত্তরা। অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবিতে রাজধানী কাবুলে হাজারা সম্প্রদায় বিক্ষোভ করেছে।মিরওয়াইস নূরজাই বলেন, কাবুল ও দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের মধ্যবর্তী প্রধান সড়কে অজ্ঞাত বন্দুকধারীরা তিনটি বাস থামিয়ে ১৪ জনকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।এসআইএস
Advertisement