‘সুন্দরবন ধ্বংস হলে আগামী প্রজন্ম না খেয়ে মারা যাবে। সুন্দরবনকে বাঁচান, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান। পরিবেশকে সুরক্ষা করেই চলতে হবে। সুন্দরবন মায়ের মতো আগলে রাখে। সুন্দরবন থাকলে আপনি থাকবেন। বার বার বলছি, সুন্দরবনকে ধ্বংস করবেন না। বিষ দিয়ে যারা মাছ মারেন তাদের মতো জঘন্য লোক আর নেই।’
Advertisement
কথাগুলো বলেছেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। সোমবার (১ মার্চ) সকালে মোংলার বৈদ্যমারি বাজারে সুন্দরবন সংলগ্ন চিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির কুমার ভান্ডারী।
প্রধান অতিথির বক্তৃতায় খুসিক মেয়র তালুকদার আব্দুল খালেক আরও বলেন, ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। ২০৪১ সালে উন্নত দেশ হব। উন্নত দেশ হতে হলে সততার সঙ্গে কাজ করতে হবে।
Advertisement
মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই। বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে। মোংলা-রামপালে ব্যতিক্রম উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।
এরশাদ হোসেন রনি/এসআর/এমকেএইচ