প্রবাস

তারেক রহমানের হাতেই দেশের গণতন্ত্র নিরাপদ

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্ররে প্রচলন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের সময়ে দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। সেই গণতন্ত্রকে আবারো ফিরিয়ে আনতে হবে এবং এই গণতন্ত্র শুধু তারেক রহমানের হাতেই নিরাপদ। শুক্রবার কুয়ালালামপুরের বিসমিল্লাহ হোটেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ বলেন, তারেক রহমানের এ জন্মদিন তিনি দেশবাসীর সঙ্গে উদযাপন করতে পারতেন। কিন্তু সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে দেশছাড়া করেছে। মাথায় হুলিয়া নিয়ে তিনি এখন প্রবাসে দিন জীবনযাপন করছেন। তার বিরুদ্ধে সকল মামলা মিথ্যা প্রমাণিত হবে ইনশাল্লাহ।বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে দেশের বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা ধোয়া তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দিয়ে হত্যার চেষ্টা করছে।মালয়েশিয়া বিএনপি সহ-দফতর সম্পাদক একেএম হাবিবুর রহমান শিশিরের অনুষ্ঠান পরিচালনায় কোতারায়া শাখা বিএনপির সভাপতি মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সহ-সাধারণ সম্পাদক এস এম রহমান নিপু, আবদুল্লাহ আল মামুন (লিটন)  সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন ,যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার ,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী ,কাজী সোহেল মাহমুদ ও যুবদলের দফতর সম্পাদক বাদল প্রমুখ।পরে মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান মাসুদ রানাকে সভাপতি রতনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য কুয়ালালামপুর কোতারায়া বিএনপি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত করা হয় এবং শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।জেডএইচ/আরআইপি

Advertisement