বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জন্য অনেকেই মিছিল ও মিটিং করে জেল কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করছেন। কিন্তু ফাঁসি চেয়ে মিছিল ও মিটিং করা কি মানবতাবিরোধী অপরাধ নয়? শনিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে রাষ্ট্রপতির কাছে সাকা চৌধুরীর পাঠানো বহির্বিশ্বের মন্ত্রী, মানবাধিকার সংস্থা ও সাকার বিচারে অস্বচ্ছতার চিত্র তুলে ধরেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আমরা অবশ্যই ম্যাডামকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হবো। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ, বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।এমএম/একে/আরআইপি
Advertisement