দেশজুড়ে

বিলুপ্ত ছিটমহলের ১৫ পরিবার রোববার ভারত যাচ্ছেন

ভারতের সবুজ সংকেত পাওয়ায় বিলুপ্ত ছিটমহলের ১৫টি পরিবারের ৪৮ জন সদস্য ভারত যাচ্ছেন। রোববার বেলা ১১টায় চিলাহাটি-হলদিবাড়ী চেকপোস্টের মাধ্যমে তারা ভারত যাচ্ছেন।শনিবার সকাল ১০টায় ১৫টি পরিবারের ৪৮জন ভারত যেতে পারে মর্মে প্রশাসন নিশ্চিত করেছে।চিলাহাটি-হলদিবাড়ী চেকপোস্টের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৯৯টি পরিবারের মধ্যে প্রথম দফায়  রোববার সকাল ১১টায় ১৫টি পরিবারের ৪৮জন সদস্য ভারত গমন করবে। বিলুপ্ত ছিটমহলবাসীদের বরণ করার জন্য সীমান্তের ওপারে ভারতীয় কতৃপক্ষ নির্মাণ করেছে বিশাল সবুজ প্যান্ডেল। নভেম্বর মাসে চিলাহাটি-হলদিবাড়ী চতুর্থ দফায় সীমান্ত দিয়ে ৪৮৭ জনের ভারত গমনের দিন নির্ধারণ করেছে। আর এজন্য বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সুষ্ঠভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।নীলফামারীর ডোমার উপজেলার ভোগভাবুড়ী ইউনিয়নের চিলাহাটি থেকে ভারতদের হলদিবাড়ী পর্যন্ত একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছে।প্রথম দফায় আগামীকাল ২২ নভেম্বর ১৫টি পরিবার ভারত গমন করবে। দ্বিতীয় দফায় ২৩ নভেম্বর (সোমবার) ৩১টি পরিবার, তৃতীয় দফায় ২৪ নভেম্বর ২৯টি পরিবার ও চতুর্থ দফায় ২৬ নভেম্বর ভারত যাবে ২৪টি পরিবার।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা জাগো নিউজকে জানায়, বোরবার (২২ নভেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের ১৫টি পরিবারের ৪৮জন সদস্য ভারত যাওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ট্রাক ভাড়াসহ সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর চতুর্থ দফায় ৯৯টি পরিবার ভারত গমন করবে বলেও জানান তিনি। জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি

Advertisement