জাতীয়

করোনায় মোট মৃতের ৯২ শতাংশই চল্লিশোর্ধ্ব

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট আট হাজার ৪০৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ছয় হাজার ৩৫৯ জন (৭৫ দশমিক ৬৩ শতাংশ) ও নারী দুই হাজার ৪৯ জন (২৪ দশমিক ৩৭ শতাংশ)।

Advertisement

বয়স বিশ্লেষণে দেখা গেছে, করোনায় মোট মৃতের মধ্যে প্রায় ৯২ শতাংশ (৯১ দশমিক ৭৫) শতাংশেরই বয়স ৪০ বছরের বেশি।

বয়সের হিসেবে শূন্য থেকে ১০ বছর বয়সী ৩৭ জন (শূন্য দশমিক ৪৪ শতাংশ), ১১ থেকে ২০ বছর বয়সী ৬৪ জন (শূন্য দশমিক ৭৬ শতাংশ), ২১ থেকে ৩০ বছর বয়সী ১৭১ জন (২ দশমিক শূন্য ৩ শতাংশ), ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪২২ (৫ দশমিক শূন্য ২ শতাংশ), ৪১ থেকে ৫০ বছর বয়সী ৯৫৩ জন (১১ দশমিক ৫৩ শতাংশ), ৫১ থেকে ৬০ বছর বয়সী দুই হাজার ৮৪ জন (২৪ দশমিক ৭৯ শতাংশ) এবং ৬০ বছরের ঊর্ধ্বে চার হাজার ৬৭৭ জন (৫৫ দশমিক ৬৩ শতাংশ)।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। তাদের মধ্য ছয়জন পুরুষ ও দুজন নারী। একই সময়ে ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৫৬৬টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৪৪ হাজার ২৭টি।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ৯৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এমইউ/এমআরআর

Advertisement