করোনা মহামারিকালে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে বাংলাদেশ ব্যাংক গৃহীত নীতি-কৌশল ও সরকারের নানামুখী প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রমের তথ্য-উপাত্ত নিয়ে পুস্তিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
Advertisement
রোববার (২৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে চিফ ইকোনোমিস্টস ইউনিট প্রণীত ‘পলিসি মেজরস অব বাংলাদেশ ব্যাংক ইন রেসপন্স টু দ্য কোভিড-১৯ প্যানডেমিক’ শীর্ষক পুস্তিকার (বুকলেট) মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান ও এ কে এম সাজেদুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে গভর্নর ফজলে কবির করোনা মহামারিতে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা সচল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন।
Advertisement
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি-কৌশল সম্পর্কিত সার্কুলার জারি, সীমিত আকারে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত, প্রণোদনা প্যাকেজের দ্রুত বাস্তবায়নের তাগিদ, ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতার সিদ্ধান্ত গ্রহণ ছিল কেন্দ্রীয় ব্যাংকের অসাধারণ উদ্যোগ, যা দেশের আর্থিক খাতকে সচল রেখেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে। এজন্য তিনি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
করোনা মহামারিকালে বিভিন্ন কার্যক্রমের তথ্য সম্বলিত একটি চমৎকার পুস্তিকা প্রণয়ন করার জন্য তিনি চিফ ইকোনোমিস্টস ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।
নির্বাহী পরিচালক (গবেষণা) ও চিফ ইকোনোমিস্টস ইউনিটের নির্বাহী পরিচালক ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি গভর্নররা মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করোনা লকডাউনের সময়ে বিশেষ ভূমিকা পালনকারী ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগসমূহের নির্বাহী পরিচালকরা, মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Advertisement
ইএআর/এআরএ/এমকেএইচ