সিরিয়ার বিমান বাহিনী এক সপ্তাহের কম সময়ে ১১৪ দফা অভিযান চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের অন্তত সাড়ে চারশ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সিরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মেইহুব বলেছেন, সাতটি প্রদেশে আইএসের অবস্থানে এসব বিমান অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ১৫ নভেম্বর থেকে দামেস্ক, হোমস, হামা, ইদলিব, আলেপ্পো, দেইর আজ-জোর এবং লাতাকিয়া প্রদেশে ৪৪৭টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। দেশটির সেনাবাহিনী কয়েকটি এলাকায় স্থল অভিযানেও অংশ নিয়েছে। রুশ বিমান বাহিনীর সহায়তায় তারা অভিযান চালাচ্ছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রুশ বিমান বাহিনী। রুশ বিমান হামলা শুরুর পর থেকে আইএস জঙ্গিরা সিরিয়ায় দুর্বল হয়ে পড়েছে। সিরিয়ায় গত সাড়ে চার বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো অন্তত কয়েক লাখ মানুষ।এসআইএস/আরআইপি
Advertisement