সারাদেশে গত চারদিনে (২৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত) ২৯ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১১ জন। এ সময়ে দেশের আট বিভাগের মধ্যে শুধু ঢাকা ও চট্টগ্রামেই ২৯ জনের মৃত্যু হয়। অবশিষ্ট ছয় বিভাগে (রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ) টানা চারদিন করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় দুজন ও চট্টগ্রামে তিনজন, ২৬ ফেব্রুয়ারি মৃত ১১ জনের মধ্যে ঢাকায় সাতজন ও চট্টগ্রামে চারজন, ২৭ ফেব্রুয়ারি মৃত পাঁচজনের মধ্যে ঢাকায় চারজন এবং চট্টগ্রামে একজন এবং ২৮ ফেব্রুয়ারি মৃত আটজনের মধ্যে ঢাকায় পাঁচজন ও চট্টগ্রামে তিনজনের মৃত্যু হয়।
রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে।
Advertisement
এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।
এমইউ/জেএইচ/এমকেএইচ