দেশজুড়ে

২০ হাজার কৃষকের মুখে হাসি ফোটাতে পুনঃখনন হচ্ছে নান্দ খাল

 

পাবনা-নাটোর-সিরাজগঞ্জ (পানাসি) সেচ প্রকল্পের আওতায় নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের নান্দ খাল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। ৪৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ বিভাগ ৬ দশমিক ২ কিলোমিটার খালটি পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে। খালের খনন কাজ সম্পন্ন হলে গ্রীষ্মকালে সেচের সুযোগে উপকৃত হবে প্রায় ২০ হাজার কৃষক।

Advertisement

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

পরে বিএডিসি’র নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত উপকারভোগী সমাবেশে বক্তব্য দেন- বড়াইগ্রাম বিএডিসির সহকারী প্রকৌশলী জিয়াউল হক, লালপুর বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী নফছার আলী, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস্কেন্দার মির্জা, খাল খনন প্রকল্পের সভাপতি আতিয়ার রহমান, কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম প্রমুখ।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘বর্তমান কৃষিবান্ধব সরকার খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ মজুদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। উত্তরাঞ্চলে প্রীষ্মকালে পানির সংকটে ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য পুরাতন খালগুলো খনন করে বৃষ্টির পানি ধরে রেখে ফসল উৎপাদনে ব্যবহার করা হবে। খালগুলো যাতে অবৈধ দখলের কবলে না পড়ে সেজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

Advertisement

এসজে/এমকেএইচ