জাতীয়

কোয়ারেন্টাইনে পাঠানো যুক্তরাজ্যফেরত যাত্রীসংখ্যা ২২শ’ ছাড়াল

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্য থেকে দেশে এসে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যাওয়া যাত্রীসংখ্যা পৌঁছাল ২ হাজার ২০৫ জনে। গত ১ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যেফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন চালু করা হয়। শুরুর দিকে কোয়ারেন্টাইন ছিল ১৫ দিনের। পরবর্তীতে কোয়ারেন্টাইনের মেয়াদ কমিয়ে চারদিন করা হলেও বিশেষজ্ঞদের পরামর্শে আবার তা বাড়িয়ে সাতদিন করা হয়।

Advertisement

বর্তমানে যুক্তরাজ্যফেরত যাত্রীরা করোনা নেগেটিভ সনদ নিয়ে এলেও বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৮টি ফ্লাইটে মোট পাঁচ হাজার ৩৯৪ জন যাত্রী দেশে ফেরেন। তাদের মধ্যে পাঁচটি ফ্লাইটে আসা ২১ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

যে পাঁচটি ফ্লাইটের ২১ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয় তার মধ্যে রয়েছে ইকে-৫৮২ ফ্লাইটের চারজন, কিউআর-৬৪০ ফ্লাইটের আটজন, এফজেড-৫৮৩ ফ্লাইটের একজন, কিউআর-৬৩৬ ফ্লাইটের পাঁচজন এবং টিকে-৭১২ ফ্লাইটের তিনজন।

Advertisement

এমইউ/এমএইচআর/এএসএম