নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে ভূমিহীন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে একটি বাড়ি উপহার দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
Advertisement
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ রেল সম্পত্তিতে বসবাসকারী এই বীর মুক্তিযোদ্ধার কাছে বাড়িটি হস্তান্তর করেন।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের কোনো সম্পত্তি ছিল না। তিনি রেলের জায়গায় বসবাস করতেন। কিন্তু গত বছরের আগস্ট মাসে তাকে ওই জায়গা ছেড়ে দিতে নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনরে পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে ঘর করে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন খাস জমিতে ২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ২ লাখ টাকা ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করে দেয়।
বাড়িটি হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে লালপুর উপজলো পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Advertisement
বাড়িটি হস্তান্তর করতে পেরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘জীবন সায়াহ্নে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে একটা বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারায় নিজের মধ্যে এক ধরনের ভালোলাগা কাজ করছে।’
বাড়িটি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। তিনি বলেন, ‘আমি শেষ জীবনে একটা পাকা ঘরে থাকতে পারব, তা কখনো ভাবিনি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আর ঠান্ডায় অনেক কষ্ট করেছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিসিকে ধন্যবাদ জানাই।’
এসজে/এমকেএইচ
Advertisement