প্রত্যেকটি নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমি সাঈদ খোকন মেয়র একজন। আমার একার দ্বারা এ ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। কিন্তু আমরা ঢাকার প্রতিটি নাগরিক যদি নিজেকে মেয়র মনে করি, তাহলে আমরা আমাদের ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো।’শনিবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ক্লাব এ সামাজিক কার্যক্রম কর্মসূচিটির আয়োজন করে।সাঈদ খোকন বলেন, ‘আমরা আমাদের বাড়ি ঘরের চেয়ে এ শহরে বেশি সময় কাটাই। আমরা চাইলে আমাদের বাড়ি ঘরের ন্যায় এ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তার জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের আশপাশের পরিবেশ আমাদের দ্বারা নষ্ট না হয়। তাহলে এ ঢাকা পরিষ্কার থাকবে।’তিনি বলেন, ‘আমরা চাইলেই আমাদের ঢাকাকে সিঙ্গাপুর বানাতে পারবো না। কিন্তু আমাদের সকলের যদি স্বদিচ্ছা থাকে তাহলে আমরা আমাদের ঢাকাকে ঢাকার পুরাতন রূপে পরিণত করতে পারবো। সেজন্য আমাদের সকলকে নিজেদের আশ পাশের পরিবেশ পরিষ্কারের ব্যাপারে সচেতন হতে হবে।’সাঈদ খোকন আরো বলেন, ‘আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি বিষয় ছিল ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যার জন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। সে হিসেবে ঢাকাকে ক্লিন করার জন্য আমরা শিগগিরেই একটি কর্মসূচি হাতে নিচ্ছি। যেখানে প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজ করবে। আমি চাই ঢাকা ক্লাব এর নেতৃত্বে থাকবে।’এসময় ঢাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আমাদের ঢাকাকে লন্ডন, ওয়াশিংটনে রূপ দিতে পারবো না। তবে আমাদের এ শহরের মানুষদের মধ্যে যে ভালোবাসা এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা পৃথিবীর আর কোথায়ও নেই। তাই আমরা চাইলে সবাই মিলে এ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো।’বক্তব্যের পর মেয়র সাঈদ খোকন ও ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদের নেতৃত্বে ক্লিন ঢাকা কর্মসূচির আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হয়। এমএইচ/এসকেডি/এমএস
Advertisement