জাতীয়

ঢামেকে ভর্তি বাবর

১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে ঢামেকে ভর্তি করা হয় বলে জানিয়েছে হাসাপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক সেন্টু চন্দ্র।জানা যায়, সোয়া ১০টার দিকে বাবরকে পুলিশি পাহারায় ঢামেকে আনা হয়। সেখানে বহির্বিভাগে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব আনুষ্ঠানিকতা শেষে তাকে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্র জানিয়েছে, লুৎফুজ্জামান বাবর সিভিয়ার অ্যাজমা ও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, হাইপারটেনশনসহ বিভিন্ন রোগে ভুগছেন।এসএ/এসকেডি/এআরএস/এমএস

Advertisement