জাগো জবস

ব্রিটিশ কাউন্সিলের ক্যারিয়ার সামিট

ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল এডুকেশন মার্কেটিংয়ের (এসআইইএম) আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ক্যারিয়ার সামিট ২০১৫’। শনিবার রাজধানীর ফুলার রোডে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।এ সামিট দেশের বিভিন্ন শিল্প খাতের বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাজ্য থেকে স্নাতক ডিগ্রিধারীদের সংযুক্ত করে দেওয়ার মাধ্যমে তাদের দেশে ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।ক্যারিয়ার সামিটের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী ও সম্ভাবনাময়দের পেশাদারি ভবিষ্যৎ গঠনে সহায়তা করা এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নিয়োগদাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা।সম্ভাব্য নিয়োগকারীরা প্রার্থীদের পড়ার বিষয়, প্রত্যাশিত বেতন, অভিজ্ঞতা, পাঠ্যক্রমবহির্ভূত শিক্ষা, প্রযুক্তি-বিষয়ক দক্ষতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেফারেন্সের ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করবেন।সামিটে পেশাভিত্তিক কোর্স, জীবনবৃত্তান্ত লেখা, সাক্ষাৎকার দেওয়া প্রভৃতি বিষয়ে বেশ কয়েকটি উন্মুক্ত ও সমান্তরাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সামিটটি মানবসম্পদ বিশেষজ্ঞ, যুক্তরাজ্যের প্রতিনিধি ও ব্রিটিশ কাউন্সিলের অ্যালামনাই পরিচালনা করছেন।এসইউ/এমএস

Advertisement