জাগো জবস

৭ শতাধিক জনবল নেবে টিএমএসএস

টিএমএসএসের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ৬টি পদে ৭৬৭ সংখ্যক জনবল নিয়োগ করা হবে। নারী-পুরুষ যে-কেউ এই পদগুলোতে আবেদন করতে পারবেন। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।পদের নাম: সহকারী পরিচালক পদসংখ্যা: ২ জনশিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান অভিজ্ঞতা: ইংরেজিতে প্রকল্প প্রস্তাবনা, কনসেপ্ট পেপার, প্রেজেন্টেশন পেপার প্রস্তুতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।বেতন: শিক্ষানবিশকালে ২৯,৭০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ৩৬,৬৩০ টাকা।পদের নাম: অঞ্চলপ্রধান পদসংখ্যা: ৫০ জনশিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমানঅভিজ্ঞতা: কমপক্ষে ৪টি শাখা পরিচালনার ৩ বছরের অভিজ্ঞতা বেতন: শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২৪,৩৭৬ টাকা।পদের নাম: অডিট অফিসার পদসংখ্যা: ১৫ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতকোত্তর অভিজ্ঞতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতাবেতন: শিক্ষানবিশকালে ১০,২০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৩,০৫৬ টাকা।পদের নাম: শাখা হিসাবরক্ষক পদসংখ্যা: ১০০ জনশিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা বিবিএ (ফিন্যান্স)অভিজ্ঞতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতাবেতন: শিক্ষানবিশকালে পাবেন ১২,৮৮০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে পাবেন ১৪,৩৯২ টাকা।পদের নাম: কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১০০ জনশিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানসহ ন্যূনতম ৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাঅভিজ্ঞতা: টাইপিং স্পিড ইংরেজিতে ৪০ ও বাংলায় ৩০ হতে হবে। বেতন: শিক্ষানবিশকালে পাবেন ৮,৪৪০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে পাবেন ১০,৭৫২ টাকা।পদের নাম: ফিল্ড সুপারভাইজার পদসংখ্যা: ৫০০ জন শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক বা সমমান।বেতন: শিক্ষানবিশকালে ১১,৪৪০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১২,৮৪৮ টাকা।বয়সসীমা: সহকারী পরিচালক পদে ৪৫ বছর, অঞ্চলপ্রধান পদে ৪০ বছর। এ ছাড়া ৩৫ বছর।যা যা প্রয়োজন: সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ নিজ হাতে লিখিত আবেদনপত্র।আবেদনের ঠিকানা: পরিচালক, এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন, প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫ পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬ অথবা টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা রংপুর রোড, বগুড়া-৫৮০০।বিস্তারিত: যেকোনো তথ্য বা যোগাযোগের জন্য ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯ নম্বরে ফোন করা যাবে। এ ছাড়া www.tmss-bd.org ঠিকানায় গিয়ে সব তথ্য পাওয়া যাবে।আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০১৫এসইউ/এমএস

Advertisement