জাতীয়

করোনায় সুস্থতা ৫ লাখ ছুঁই ছুঁই

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৪ হাজার ৭৫৫ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৯ শতাংশ।

Advertisement

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৩ হাজার ২৩৬টি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৮৪ জনে। এই সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪১০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জনে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ৯৫৭ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৬৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭০ জন, রংপুর বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২৯ জন, বরিশাল বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ৩৭ জন রয়েছেন। এ সময়ে ময়মনসিংহ বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়নি।

Advertisement

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এমইউ/ইএ/এএসএম