জাতীয়

প্রাণভিক্ষার বিষয়ে জানতে কারাগারে ম্যাজিস্ট্রেট

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন দু’জন ম্যাজিস্ট্রেট। তানভির আহমেদ ও মো. আশরাফ হোসেন নামে এ দুই ম্যাজিস্ট্রেট শনিবার সকালে কারাগারের ভিতরে প্রবেশ করেন। দু’জন ম্যাজিস্ট্রেটসহ মোট পাঁচজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছেন বলে কেন্দ্রীয় কারাগারে একটি বিশ্বস্ত সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সাকা চৌধুরী ও মুজাহিদের সিন্ধান্ত জানার পর এখন সে বিষয়টি নিয়ে সিনিয়র জেল সুপারের কক্ষে তা পর্যালোচনা করছেন বলে জানা গেছে।এদিকে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ জানিয়েছেন, তার বাবার সঙ্গে তাদের আইনজীবীদের সাক্ষাৎ করার অনুমতি এখন পর্যন্ত পাননি। অনুমতির জন্য আজকেও তারা আবেদন করবেন।প্রসঙ্গত, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ডই বহাল রয়েছে। এখন রায় কার্যকরে আর আইনি বাধা নেই। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন তারা।এআর/এএম/এআরএস/এমএস

Advertisement