অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে তরুণ লেখক শাহমুব জুয়েলের উপন্যাস ‘গিরিকন্যা’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। এটি লেখকের তৃতীয় উপন্যাস।
Advertisement
২৫৬ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ১৬ ফর্মার বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাবে রকমারি ডটকমে এবং বইমেলায় প্রকাশনীর স্টলে।
বইটি সম্পর্কে লেখক শাহমুব জুয়েল বলেন, ‘২০২০ সালে ‘সবুজডানা’ ও ‘সমুদ্রগামিনী’ নামে দুটি উপন্যাস প্রকাশ হয়। ‘গিরিকন্যা’ উপন্যাসটি পরিবেশ বিপর্যয় ও সমাজবাস্তবতাকে কেন্দ্র করে লেখা হয়েছে। আশা করি পাঠকের ভালো লাগবে।’
কাহিনি সম্পর্কে গবেষক ও প্রাবন্ধিক ড. ফজলুল হক সৈকত বলেন, ‘উন্নয়ন আর বাস্তবতা যে এক কথা নয়, তা পাঠক অনুধাবন করতে পারবেন কাহিনির ভেতরে প্রবেশ করতে থাকলে। ঐতিহ্য-আভিজাত্য এবং সমকালীনতা এখানে সমুদ্র ও পাহাড়ের পাশাপাশি অবস্থানের মতো শোভা নির্মাণ করেছে।’
Advertisement
এসইউ/এএসএম