করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ সচিবালয় ক্লিনিকে তিনি টিকা নেন।
Advertisement
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বিএসএমএমইউতে পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি।
এদিকে ভারত থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ এসেছে। গত সোমবার রাতে মুম্বাই থেকে স্পাইস জেটের একটি উড়োজাহাজ টিকার চালান নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।
এসইউজে/এমএসএইচ/এএসএম
Advertisement