রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম আইআরআইবি। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর বরাত দিয়ে আইআরআইবি জানায়, শুক্রবার রুশ সামরিক বাহীনি ভূমধ্যসাগর এবং কাস্পিয়ান সাগর থেকে এ সব ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি জানান, রুশ ১০টি যুদ্ধ জাহাজ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এরমধ্যে ছয়টিই ছিল ভূমধ্যসাগরে। এর আগে বুধবার ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ নৌবহর থেকে ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাতটি গুরুত্বপূর্ণ অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়। এছাড়া গত চারদিনে সিরিয়ায় রুশ বিমান বাহিনী ৫২২ দফা অভিযান চালিয়েছে। অভিযানে অংশগ্রহণকারী বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে শোইগু আরো বলেন, এখন ৬৯টি রুশ জেট বিমান দিনে ১৬৯ দফা অভিযান চালাচ্ছে।এসকেডি/এমএস
Advertisement