অর্থনীতি

তিন ব্রোকারেজ হাউজকে ৯ লাখ টাকা জরিমানা

অনিয়ম করায় তিন ব্রোকারেজ হাউজকে নয় লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজ তিনটি হলো- নেক্সাস সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ।

Advertisement

এর মধ্যে নেক্সাস সিকিউরিটিজ ও এমটিবি সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার। আর ফার্স্ট লিড সিকিউরিটিজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৭৬৩তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে দুই লাখ ও এমটিবি সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

অপরদিকে ফার্স্ট লিড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এমএ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ ভঙ্গ প্রমাণিত হওয়ায় হাউজটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমএএস/ইএ/এমএস