নেলসন দিলীপ কুমারের ‘থ্যালাপ্যাথি ৬৫’- তে খল চরিত্রে দেখা মিলবে না জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর। বেশ কিছুদিন আগে থেকেই সিনেমাটি নিয়ে গুঞ্জন শুরু হয় কন্নড় সিনেমা পাড়ায়।
Advertisement
অনেক গণমাধ্যম নিশ্চিত করে দিয়েছিলো কন্নড় তারকা বিজয়ের সঙ্গে এ ছবিতে খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অবশেষে নওয়াজউদ্দিনের এক ঘনিষ্ঠ সুত্র জানালো, বিজয়ের সঙ্গে দেখা মিলবে না জনপ্রিয় এ অভিনেতার।
সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটিতে বিজয়ের বিপরীতে খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তা প্রত্যাখান করেন নওয়াজ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বড় পর্দায় আর কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন না।
কারণ হিসেবে জানা যায়, গত বছর ভারতজুড়ে লকডাউন চলাকালীন সময়ে প্রচুর দেশ-বিদেশের সিনেমা দেখেন এই অভিনেতা। সে সময় ব্যক্তিগতভাবেই উপলব্ধি করেন সিনেমাতে আরও অনেক কিছু দেওয়ার এবং শেখার রয়েছে তার।
Advertisement
অভিনেতা হিসেবে বারবার একই রকম নেতিবাচক চরিত্রে অভিনয় করাটা ঠিক হচ্ছে না তার।
এলএ/এএসএম