আগামী ৫ এপ্রিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। ওই দিন বেলা ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
Advertisement
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে। ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ জুলাই থেকে ৮ জুলাই তিন ধাপে অনুষ্ঠিত হবে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্ল্যা ভূঁইয়া বলেন, ‘পরীক্ষার্থীর সংখ্যার উপর ভিত্তি করে পরবর্তীতে ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ নির্ধারণ কর হবে। আবেদন ফি আগের নিয়মেই নেয়া হবে।’
Advertisement
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য চবির ওয়েবসাইটে admission.cu.ac.bd পাওয়া যাবে।
আরএইচ/এএসএম