যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী আন্দুলিয়া বিওপি সংলগ্ন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সীমান্তবর্তী জনগণের চিকিৎসা সেবার জন্য শুক্রবার এই মেডিকেল ক্যাম্প করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন ২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন। এসময় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর লিয়াকত আলীসহ যাদবপুর কোম্পানি কমান্ডার, স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ নারী চিকিৎসক লায়লাতুন নাহার লোপা ও ব্যাটালিয়ন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মামুন। ক্যাম্পে প্রায় এক হাজার নারী পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় তাদের মাঝে ৬৪ প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। মিলন রহমান/এমএএস/পিআর
Advertisement